বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে দুর্ঘটনা, ৩০ ফুট গভীর খাদে পড়ল বাস! 

0
2

তীর্থ সেরে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনার জম্মু-কাশ্মীরে (Bus Accident in Jammu and Kashmir)। শনিবার সন্ধ্যায় বৈষ্ণোদেবী মন্দির থেকে ফিরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসচালকের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে ১৭। তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ (Medical College, Jammu) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে জম্মু বাস স্ট্যান্ড থেকে মাত্র আট কিলোমিটার দূরে মান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রী বোঝাই বাসটি একটি বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয়ে জম্বু পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অত্যন্ত তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ঘণ্টাখানেক তল্লাশির পর হিমাচল প্রদেশের বাসিন্দা রাকেশের মৃতদেহ উদ্ধার হয়। তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফ থেকে আহতদের চিকিৎসায় সব রকমের সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।