মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ছজনের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে যাওয়ার পথে শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে পুণ্যার্থীদের গাড়িটি লেন ছেড়ে ছিটকে অন্য লেনে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আরও দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও চারজন।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে লেখেন,
“আজ মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় আমাদের রাজ্যের মৃত ছয়জনে পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি আমাদের প্রশাসনকে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য এবং জীবিতদের চিকিৎসার নির্দেশ দিয়েছি। স্বজনহারা পরীর বাড়িগুলিকে সহায়তার নির্দেশ দিয়েছি।”
My condolences to the families of the six from our State, who died today in a road accident in Jharkhand on way to Mahakumbh.
I have instructed our administration to help the distressed families in bringing back the bodies and in providing medical and other support to the…
— Mamata Banerjee (@MamataOfficial) February 22, 2025
শুক্রবার হুগলির কামারপুকুর থেকে আটজন পুণ্যার্থীর একটি দল প্রয়াগরাজের দিকে রওনা দেয় মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য। ধানবাদের কাছে রাজগঞ্জ মোড়ে তাঁদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। সেই সময়ই পিছন থেকে আসা আরও একটি গাড়ি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। পিছনের গাড়ির ধাক্কায় হুগলির পুণ্যার্থীদের গাড়িটি ছিটকে গিয়ে উল্টোদিকে লেনে পড়ে। সেখানেই শেষ নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উল্টো লেনে গিয়ে পড়লে সেখানে উল্টোদিক থেকে সেই সময়ে একটি বাস আসছিল। সেই বাসটিও এসে সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। রাত ১টার পরে এই দুর্ঘটনা ঘটলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসন। মৃত ও আহতদের উদ্ধারের কাজ চলে। আহতরা বর্তমানে ধানবাদের একটি হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন- ছাব্বিশের নির্বাচনের আগে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে শিক্ষকদের, নির্দেশ ব্রাত্যর
_
_
_
_
_
_
_