পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু (Bidyasagar Bridge) থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। স্কুটার নিয়ে তিনি ব্রিজে ওঠে। হঠাৎ মাঝখানে স্কুটার দাঁড় করিয়ে রেলিংয়ে উঠে নদীতে ঝাঁপ দেন ওই যুবক। ঘটনাটি দেখে তৎক্ষণাৎ রিভার ট্র্যাফিক পুলিশে খবর দেন কর্তব্যরত পুলিশকর্মী (Police)। তড়িঘড়ি টিম নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন রিভার ট্র্যাফিক পুলিশ (Police)। যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, বছর তিরিশের ওই যুবকের বাড়ি তপসিয়া এলাকায়। আত্মহত্যা করতে চেয়েই তিনি গঙ্গায় ঝাঁপ দেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেই সময় সেতুর উপরে থাকা গাড়ির চালক-যাত্রীরা দেখেন, এক যুবক স্কুটার নিয়ে এসে মাঝ বরাবর রেখে রেলিংয়ে উঠে পড়ে। কিছু বোঝার আগেই তিনি ঝাঁপ দেন বলে অভিযোগ। খবর যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাছে। তিনি খবর দেন রিভার ট্রাফিকে। তারাই দ্রুত সেখানে গিয়ে যুবককে উদ্ধার করে এসএসকেএম-এ পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–





























































































































