সিবিআই মামলায় পার্থর জামিনে কেন্দ্রীয় এজেন্সির জবাব তলব সুপ্রিম কোর্টের

0
2

নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইডি কেসে জামিন পেলেও সিবিআই (CBI) মামলায় বারবার তাঁর জামিন আটকে যাচ্ছিল। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতে আবেদন করেন পার্থর আইনজীবী। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিং- এর এজলাসে সিবিআইকে নোটিশ জারি করল শীর্ষ আদালত (Supreme Court)।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের (কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোককুমার সাহা) জামিন নিয়ে একমত হতে পারেনি। মামলাটি যায় তৃতীয় বেঞ্চে। সেখান থেকেও জামিন মেলেনি। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই শীর্ষ আদালতের তরফে সিবিআই- এর জবাব তলব করা হয়েছে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।