সাধারণ মানুষ থেকে সাধারণ ভোটার – একের পর এক জনস্বার্থ বিরোধী বিল কেন্দ্রের বিজেপি সরকারের। এবার ‘কালা আইন’ (Judicial Work Over Advocates Amendment Bill) আসছে দেশের আইনজীবীদের স্বার্থ খর্ব করার জন্য। প্রতিবাদে শুক্রবার পথে একাধিক রাজ্যের আইনজীবীরা। রাজ্যেরও কর্মবিরতির (work suspension) পথে আইনজীবীরা। সোমবার রাজ্যের একাধিক আদালত সহ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার সম্ভাবনা।
আইনজীবীদের স্বার্থ-বিরোধী অ্যাডভোকেট সংশোধনী বিলের (Judicial Work Over Advocates Amendment Bill) প্রতিবাদে গর্জে উঠেছেন ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশের আইনজীবীরাও। শুক্রবার দিনভর প্রতিবাদ কর্মসূচি করেন লক্ষ্ণৌয়ের (Lucknow) আইনজীবীরা। প্রতিবাদে বিক্ষোভে শামিল হন মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) আইনজীবীরাও।
এবার কর্মবিরতির ডাক দিল রাজ্য বার কাউন্সিল (Bar Council of West Bengal)। সোমবার কেন্দ্রের ‘কালা আইন’ সংশোধনীর প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন রাজ্যের আইনজীবীরা। সর্বসম্মতভাবে বার কাউন্সিল এই প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার তাঁদের প্রতিবাদের জেরে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়াও ব্যাহত হওয়ার সম্ভাবনা।
–
–
–
–
–
–
–