রাজ্যের সব ইটভাটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নতুন পোর্টাল চালু নবান্নের

0
2

বেআইনি ইটভাটাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ পাওয়ার পর এবার আইনি পদক্ষেপের পথে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সব জেলার সব ইটভাটার রেজিস্ট্রেশন (Brickfield registration) বাধ্যতামূলক করে নতুন পোর্টাল খুলছে নবান্ন (Nabanna)। পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ইটভাটাকে তাদের জায়গা-সহ প্রয়োজনীয় তথ্য নথিবদ্ধ করতে হবে। আপলোড হওয়া তথ্য সঠিক কিনা তা যাচাই করার জন্য বিএলআরওরা স্বশরীরে ইটভাটাগুলি পরিদর্শনও করবেন বলে জানা গেছে।

নবান্নের এই নতুন পোর্টালে প্রতিটা ইটভাটার সম্পূর্ণ বিবরণ দিতে হবে। অর্থাৎ কতটা জায়গা নিয়ে ইটভাটাটি তৈরি হয়েছে, কতজন শ্রমিক কাজ করেন ইত্যাদি। এছাড়া শ্রমিকদের ন্যূনতম বেতন এবং তাঁদের প্রয়োজনীয় কোন কোন সুবিধা দেওয়া হচ্ছে সবটাই নথিভুক্ত করা বাধ্যতামূলক। প্রয়োজনীয় ‘সেফটি মেজারমেন্ট’ রয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। মনে করা হচ্ছে বেআইনি ইটভাটাকে আইনি করার পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহ করার ক্ষেত্রেও এই পোর্টাল কার্যকরী হবে। রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার পর রাজ্য নির্ধারণ করবে কত টাকার রয়্যালটি দিতে হবে ওই ইটভাটাগুলিকে। এরপরেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।