বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলেও, একটা দুঃখ থেকে যাচ্ছে রোহিতের, কী সেটা?

0
3

গতকাল জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করে ভারত। বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে একটা আপসোস রয়ে গিয়েছে তাঁর। আর তা অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক। অক্ষরের বলে ক্যাচ ফস্কেছিলেন রোহিত । সেটা ছিল অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু রোহিত সহজ ক্যাচ ফস্কানোর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে হ্যাটট্রিক করার সুযোগ হারান অক্ষর।

এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “ সহজ ক্যাচ ছিল। আমার ক্যাচটা ধরা উচিত ছিল। তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনও কখনও এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষরকে খাওয়াতে নিয়ে যাব।“

এরপরই দলের জয় নিয়ে মুখ খোলেন রোহিত। আলাদা প্রশংসায় মাতলেন শুভমন গিলের। রোহিত বলেন, “ শুভমন কোন মাপের ক্রিকেটার আমরা জানি। ওর এই ইনিংস অবাক করে দেওয়ার মতো নয়। শুভমনকে শেষ পর্যন্ত ব্যাট করতে দেখে ভাল লাগল।“

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ২২৮ রান করে বাংলাদেশ। একাই পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল। ১০১ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে নিজের ইনিংস নিয়ে কী বললেন শুভমন ?