শুক্রবার সাতসকালে গঙ্গাসাগরে (Gangasagar) যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস। আনুমানিক সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে যাত্রী নিয়ে বাস রওনা দিয়েছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায় বাস। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা (Bankim Chandra Hazra) ও বিডিও কানাইয়া কুমার রাও। প্রাথমিকভাবে ১০ পুণ্যার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিভিল ডিফেন্স এবং সাগর থানার পুলিশ দুর্ঘটনার স্থলে রয়েছে।
স্থানীয়রা জানান, এদিন সকালে চৌরঙ্গীর কাছে আচমকা বিকট শব্দে তাঁরা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখেন খালের মধ্যে বাস উল্টে পড়ে গেছে আর ভেতর থেকে যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধার করতে লেগে পড়েন এলাকার বাসিন্দারা। যে দশজনকে উদ্ধার করা হয়েছে তাদের চোট অত্যন্ত গুরুতর বলে খবর মিলেছে। বাসটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল নাকি যান্ত্রিক কোনও ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, তার তদন্তে পুলিশ। বাসটিকে উদ্ধার করার চেষ্টা চলছে, আতঙ্কিত যাত্রীরা।
–
–
–
–
–
–
–
–
–





























































































































