নিয়োগ মামলায় সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে নাম এক বিজেপি নেতার

0
2

নিয়োগ মামলার চার্জশিটে নাম জড়াল বিজেপি নেতার। সিবিআইয়ের(CBI) অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরা নামে এক বিজেপি(BJP) নেতার। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অরুণ হাজরা বহু পুরনো নেতা। সিনিয়র মানুষ। তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি করেন এ বিষয়ে কোনও সন্দেহ নেই।নিয়োগ মামলায় তার নাম জড়ানো নিয়ে বিজেপি উত্তর দেবে। এতদিন বিজেপি তৃণমূলের নাম নিয়ে চিৎকার করত। এখন ওদের নেতার নামেই চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি এবার উত্তর দিক।

অরুণের নাম এই প্রথমবার সামনে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে এই অরুণ হাজরা? তিনি উত্তর কলকাতার বিজেপি নেতা বলে পরিচিত। আগে কংগ্রেস করলেও,  তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি নেতা বলেই পরিচিত। ফলে নিয়োগ মামলায় সরাসরি কোনও বিজেপি নেতার নাম জড়াল।

শুক্রবার প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল। অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রেরও।এই মামলায় সুজয়কৃষ্ণকে প্রথম গ্রেফতার করে ইডি। জেলে থাকাকালীন একই মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। আদালতে তদন্তকারী সংস্থা জানায় তারা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়।তার শারীরিক সমস্যায় বারবার সেই প্রক্রিয়া ব্যাহত হয়। যদিও শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়।ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।শর্তসাপেক্ষে সিবিআইয়ের মামলায় অন্তর্বতী জামিন পান।আর এক অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের একটি অডিও পায় সিবিআইয়ের আধিকারিকরা। তার কণ্ঠস্বরেরও নমুনা নেওয়া হয়। সন্তুর বিরুদ্ধে আগেই চার্জশিট দেওয়া হয়েছে।