দোকান, রেস্তোরাঁ, বিজ্ঞাপনের হোর্ডিং-সহ সাইনবোর্ডে বাংলা লেখা বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। গত নভেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হয়। তখনই ঠিক হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে এই নিয়ম লাগু হবে, অন্যথায় কড়া ব্যবস্থা। আজ, শুক্রবার থেকে পুর আইন মানা হচ্ছে কি না তা দেখতে পুরসভার অভিযান শুরু হবে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, অন্য ভাষায় লেখা থাকলেও বাংলা ব্যবহার বাধ্যতামূলক। ২ মাস সময় দেওয়া হয়েছিল। কতদূর হয়েছে তা দেখতে শুক্রবার থেকে অভিযান।
আরও পড়ুন- ২০২৩-এ পুরসভায় ভাঙচুরের নেত্রী রেখাই দিল্লির মুখ্যমন্ত্রী! নিন্দা বিরোধীদের
_
_
_
_
_
_
_
_
_



























































































































