বৃহস্পতির সকাল থেকেই বৃষ্টি ভেজা বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ দক্ষিণবঙ্গে 

0
1

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মিলিয়ে দিয়ে লক্ষ্মীবারের সকালে মেঘে ঢাকল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বেলা বাড়তেই শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। আজ দিনভর দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ৬ জেলায় দুর্যোগের কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস (Orange Alert by Weather Department)।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের কারণে কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র ঝড়বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির (Rain) পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। জারি হয়েছে কমলা সতর্কতা। ইতিমধ্যেই বৃষ্টির দাপটের সঙ্গে পাল্লা দিয়ে হাওয়ার গতিবেগ বাড়ায় ( প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার) হাইওয়েতে গাড়ি চালাতে সমস্যা বাড়ছে অফিস যাত্রীদের। হাওড়া- তারকেশ্বর শাখায় ট্রেন দেরিতে চলছে বলে খবর মিলেছে। দুর্যোগের মাঝেও মাধ্যমিক পরীক্ষার্থীতে যাতে সেন্টারে পৌঁছতে বা ফিরতে কোনও সমস্যা না হয় সকাল থেকেই সেদিকে সজাগ দৃষ্টি প্রশাসনের। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।