কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ ও নর্থ ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রকল্পের আওতায়, জামিনী ভূষণ মেমোরিয়াল ম্যাটারনিটি & জেনারেল হাসপাতাল ও মনিরামপুর পলিক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দান করেছে। এই অত্যাধুনিক সরঞ্জামের ফলে চিকিৎসার মান আরও উন্নত হবে। বিশেষত প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ আরও বেড়ে যাবে।
এই প্রকল্পের মাধ্যমে হাসপাতালগুলিতে অত্যাধুনিক এক্স রে মেশিন, ডিজিটাল রেডিওগ্রাফি প্যানেল, উন্নত হেমাটোলজি অ্যানালাইজার, হাই-এন্ড আল্ট্রাসাউন্ড মেশিন এবং আইসিইউ ভেন্টিলেটর স্থাপন করা হয়েছে। এগুলি রোগ নির্ণয় ও জরুরি পরিষেবা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক মঞ্জু বসু, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এর ইস্ট জোনের এইচ.আর.এস. প্রধান শ্রী জন বস্কো জে এবং নর্থ ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ও কেএসসিএইচ -এর ডিরেক্টর গুঞ্জন কর্মকার।
এই উদ্যোগের ফলে প্রায় ১.৬২ লক্ষ গ্রামবাসী উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-র আওতায় এমন উদ্যোগ চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে । কেএসসিএইচ এই প্রকল্পের দীর্ঘস্থায়ী সাফল্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করবে। সরকারি ও কর্পোরেট সংস্থার যৌথ উদ্যোগ যে সমাজের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে, এই প্রকল্প তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন- বরানগরের সোনার বাইবেল সংরক্ষণের আবেদন সায়ন্তিকার
_
_
_
_
_
_
_