সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসম প্রদেশের জন্য নতুন কমিটি ঘোষণা হল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটি, রাজ্য কমিটি এবং ফ্রন্টাল প্রধানদের নাম ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটি ঘোষণা করে আমরা আনন্দিত। কমিটির সকল সদস্যকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা।
এদিন ছয় সদস্যের অসম প্রদেশ তৃণমূলের কোর কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে রয়েছেন অসম প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা মলয় ঘটক, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, রাজ্য সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর, রাজ্যের বরিষ্ঠ সহসভাপতি (আহ্বায়ক) দুলু আহমেদ, রাজ্য সহসভাপতি ইজরায়েল নন্দা ও রাজ্য সাধারণ সম্পাদক তড়িৎ চট্টোপাধ্যায়। এছাড়া রাজ্য কমিটি গঠন করা হয় ৪২ সদস্যের। রমেনচন্দ্র বড়ঠাকুরের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন একজন বরিষ্ঠ সহসভাপতি, সাতজন সহসভাপতি, ১০ জন সাধারণ সম্পাদক, ১৮ জন সম্পাদক এবং পাঁচজন কার্যনির্বাহী। এছাড়া রাজ্য ফ্রন্টাল প্রধানদের নামও ঘোষণা হয়েছে। মহিলা শাখার সভানেত্রী বীণা দলমারি এবং যুব সভাপতি হয়েছেন পরাগ দাস।
আরও পড়ুন- কেন কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হচ্ছেন না কলতান? প্রশ্ন তুলে খোঁচা কুণালের
–
–
–
–
–
–
–
–
–





























































































































