২০২৬-২৭ শিক্ষাবর্ষে সিবিএসই-র (CBSE) দশম শ্রেণির পড়ুয়াদের একবারের পরিবর্তে দুবার পরীক্ষা দিতে হবে। ছাত্র-ছাত্রীদের উপর চাপ কমাতেই নাকি এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। যেখানে দুটো ভাগের সেমিস্টার নেওয়া হলে পড়ুয়াদের টেনশন অনেকটাই কম হবে এবং চাপ মুক্তভাবে তাঁরা পড়াশুনা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।আগামী শিক্ষাবর্ষে শুধু ভারত নয়, বিশ্বজুড়ে এই বোর্ডের নিয়ন্ত্রণাধীন ২৬০ টি স্কুলে লাগু হতে চলেছে নতুন নিয়ম।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর আগামী সোমবারের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনা হবে। সম্প্রতি নয়া নিয়ম নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmedra Pradhan) সঙ্গে বৈঠক করেছেন সিবিএসই, এনসিইআরটি, কেভিএস ও এনভিএস-এর সদস্যরা। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানান ‘সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা। পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা। নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন।’ তবে শুধু দশম শ্রেণীর ক্ষেত্রেই নয় মনে করা হচ্ছে, জাতীয় শিক্ষা নীতির (NEP) প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতেও যাতে সেমিস্টারে কার্যকরী করা যায় সেই সংক্রান্ত ভাবনাচিন্তা চলছে।
–
–
–
–
–
–
–
–
–





























































































































