রাজ্যে বর্তমানে ৭০ হাজারের বেশি ষাটোর্ধ কৃষক একহাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন বলে বিভাগীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বুধবার বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান ২০২৪ সালের৩১ শে মার্চ সাপেক্ষে রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৭০ হাজার ৭৭২ জন।
রাজ্যের যারা কৃষি পেনশন আবেদন করেও পাচ্ছেন না তারা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেওয়া হবে । কোনও বিধায়কের কাছে এই সংক্রান্ত অভিযোগ এলে তাঁকে সরাসরি ফোন করে জানানোর পরামর্শ দেন কৃষিমন্ত্রী। এক অতিরিক্ত প্রশ্নের জবে কৃষিমন্ত্রী জানান পুরুলিয়া জেলায় মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা ৪,৩০২ জন। এর মধ্যে কেউ অনিয়মিত টাকা পাচ্ছেন এমন অভিযোগ পেলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ারও তিনি আশ্বাস দেন।
আরও পড়ুন- আসনসংখ্যার থেকে বেশি টিকিট বিক্রি কেন: রেলকে প্রশ্ন দিল্লি হাইকোর্টের
_
_
_
_
_
_
_
_