আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের শিকল বেঁধে কেন পাঠাল হল? মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে মোদি আমেরিকা সফরা থাকা সত্ত্বেও কীভাবে ট্রাম্প সরকার অবৈধ অভিবাসীদের পায়ে শিকল পরিয়ে দেশে ফেরাতে পারে?
বিধানসভার জবাবি ভাষণে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আপনি কি দায়িত্ব নিয়েছিলেন? আপনি থাকাকালীনই পায়ে শিকল বেঁধে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলো। আপনি তো বলতে পারতেন যে আমাদের নাগরিকদের আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমাদের বাংলার কেউ থাকে বলবেন, আমরা নিজেরা ফিরিয়ে আনবো।” আরও বলেন, “আজ বলছি কারণ না বললে তো আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো।”
প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “আপনি যেদিন উপস্থিত ছিলেন সেদিনও শিকল পরিয়ে নিয়ে আসা হয়েছে। আপনি বলতে পারতেন, ফ্লাইট পাঠিয়ে নিয়ে আসছি। সম্মানের সঙ্গে নিয়ে আসতে পারতেন। তা করেননি।” মুখ্যমন্ত্রী বলেন, “শিকল পরিয়ে অবৈধ অভিবাসীদের পাঠানোটা নাকি ওদের দেশের নিয়মকানুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, প্রোটোকল তো একেক দেশের একেক রকমের হয় না। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন?”
আরও পড়ুন- কাগজ ছেঁড়া! খতিয়ান তুলে কুৎসার জবাব মমতার
–
–
–
–
–
–
–
–