চা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গড়ল রাজ্য সরকার। পাশাপাশি চায়ের গুণগত মান যাচাই করার জন্য পরীক্ষাগার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মঙ্গলবার চা বাগান ও চা শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম সচিব অবনীন্দ্র সিং ও সংশ্লিষ্ট দফতরের সচিবরা। ছিলেন টি–বোর্ডের প্রতিনিধি ও চা বাগানের মালিক সংগঠন।
নবান্ন সূত্রের খবর, প্রস্তাবিত টাস্ক ফোর্সের কাজ হবে কাঁচা চা পাতা তোলা বন্ধ করা। চা বাগানের অব্যবহৃত জমিতে চা পর্যটনে উৎসাহ দেওয়া। সার্বিকভাবে চা শ্রমিকদের উন্নতি সাধন করা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, চা বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ পর্যটনের কাজে ব্যবহার করা হবে। চা গাছে বেশি করে কীটনাশক ব্যবহার হওয়ায় চায়ের গুণগত মান নষ্ট হচ্ছে বলে, অনেকে অভিযোগ করেন। এই সমস্যার সমাধানেও ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। পাশাপাশি এদিন বৈঠকে চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, দার্জিলিংয়ে নেপাল আর অসম থেকে চোরাপথে চা ঢুকে পড়ছে। আর সেই সব চা দার্জিলিংয়ের চায়ের নাম করে বিক্রি হচ্ছে। ফলে দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছে। এই বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছে মালিক সংগঠন। মুখ্যসচিব এই সমস্যা মেটাতেও আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন- ডিএ নিয়ে ভোট রাজনীতি: বাম আমলের সঙ্গে তফাৎ বোঝালেন মমতা
_
_
_
_
_
_
_
_