বুকে বাঁধা ‘বেবি ক‍্যারিয়ার’-এ দুধের শিশু, দিল্লি স্টেশনে কর্তব্যে অবিচল RPF মহিলা কনস্টেবল

0
3

নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট। তারপরেও সোমবার যাত্রীদের বেশ ভালোই ভিড় ছিল নয়াদিল্লি স্টেশনে। আর সেই যাত্রী সামলে চলেছেন এক মহিলা আরপিএফ কনস্টেবল। তাঁর পরনে আরপিএফের পোশাক। সামনে শক্ত করে বেবি ক্যারিয়ার ব্যাগে রয়েছে সদ্যোজাত। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। সোশ্যাল মিডিয়ায় এই আরপিএফ মহিলার ভিডিও ভাইরাল রয়েছে।

আরপিএফ-এর কনস্টেবল রিনা, হরিয়ানার পানিপথের বাসিন্দা। একবছর আগেই মা হয়েছেন। মেটারনিটি লিভের পর কাজে যোগ দিতে বলা হয় রিনাকে। কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ছুটি বাতিল হয়ে যায়। রাতারাতি ডিউটি শুরু হয়ে যাওয়ায় কোলের সন্তানকে কোথাও রাখার ব্যবস্থা করতে পারেননি রিনা। অতঃপর বুকে বাঁধা বেবি ক‍্যারিয়ারে দুধের শিশু, হাতে ডান্ডা নিয়ে কাজে যোগ দেয় ডিউটিতে রিনা। সেখানে একদিকে তাকে মায়ের দায়িত্ব অপর তাঁকে ডিউটি পালন করতে দেখা গেছে। একা হাতেই সেই দুই কর্তব্যই সমানতালে পালন করছেন এই মহিলা আরপিএফ কনস্টেবল।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। ১৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। এরা মহাকুম্ভে যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। হঠাৎ একটি ঘোষণা কুম্ভগামী ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন করে, আর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তার পরেও দিল্লি স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়।

আরও পড়ুন- জল্পনাই সত্যি! দেশের নতুন মুখ্য নির্বাচনী হচ্ছেন আধিকারিক জ্ঞানেশ কুমার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_