বিজেপি জমানায় একের পর এক প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে দেশের নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে তার বহু প্রমাণ রয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন নেপাল। ডবল ইঞ্জিন ওড়িশায় (Odisha) বিভিন্ন জাতির উপর বিদ্বেষ ক্রমশ প্রকাশ্যে আসছিল। এবার সেই বিদ্বেষের শিকার নেপালের (Nepal) পড়ুয়ারা। কেআইআইটি (KIIT) থেকে নেপালের পড়ুয়াদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ তুললেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (K P Sharma Oli)। আর প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বার্তার পরেই নড়েচড়ে বসল কেন্দ্রের প্রশাসন। ওড়িশার শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হল নেপালে ভারতীয় দূতাবাসের তরফ থেকে।
কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইনডাস্ট্রিয়াল টেকনলজির (KIIT) এক ২০ বছরের নেপালি পড়ুয়া মহিলা হস্টেলের ভিতর আত্মহত্যা করলে সেই ঘটনা থেকে উত্তেজনা ছড়ায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার নেপালি পড়ুয়া রয়েছে। প্রতিবছরই নেপাল (Nepal) থেকে পড়ুয়ারা এই প্রতিষ্ঠানে পড়তে আসে। ছাত্রীর আত্মহত্যার ঘটনায় সেই পড়ুয়ারা ক্যাম্পাসে (campus) বিক্ষোভ দেখায়। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হলেও শুধুমাত্র প্রতিবাদ ও বিচারের দাবি জানানো পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।অভিযোগ, নিরাপত্তা কর্মীরা রীতিমত বিক্ষোভ থামাতে মারধর চালায় নেপালি পড়ুয়াদের উপর। এমনকি প্রতিষ্ঠানের শিক্ষিকারা জাতিবিদ্বেষমূলক গালাগালি দেন বলেও অভিযোগ করেন পড়ুয়ারা।
এরপরই সরব হন নেপাল প্রধানমন্ত্রী ওলি (K P Sharma Oli)। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, নেপালের (Nepal) পড়ুয়াদের জোর করে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। এই বিষয়ে নেপাল সরকার যথাযথ পথে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। তাঁর এই বার্তার পরেই ভারতের নেপাল দূতাবাস (Nepal Embassy) থেকে দুই আধিকারিককে ওড়িশায় (Odisha) পাঠানো হয়, বিষয়টি নিয়ে তদন্ত করতে।
এই ঘটনার প্রতিবাদে নেপালের পড়ুয়ারা কাঠমাণ্ডুতে (Kathmandu) বিক্ষোভ দেখায়। কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়। ওড়িশাতেও মঙ্গলবার বিক্ষোভ জারি থাকে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস তদন্তের আশ্বাস দেয়। অন্যদিকে কটকের পুলিশ কমিশনার সুরেশ দেব দত্ত সিং জানান, আত্মহত্যায় প্ররোচনার একটি অভিযোগ দায়ের হয়েছে ছাত্রীর মৃত্যুর ঘটনায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানেরই এক পড়ুয়ার সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী লক্ষ্ণৌ থেকে অভিযুক্ত পড়ুয়াকে আটক করে কটক পুলিশ।
–
–
–
–
–
–
–





























































































































