নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) শারীরিক অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই (CBI) মামলায় তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
এদিন মামলার শুনানিতে বিচারপতি বলেন সুজয়কৃষ্ণের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। আদালত তাঁর শারীরিক অবস্থাকে অগ্রাহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে মার্চ মাসের পরবর্তী শুনানি পর্যন্ত নিজের বাড়িতেই থাকবেন সুজয়কৃষ্ণ। তবে বেশ কিছু শর্ত মানতে হবে অভিযুক্তকে। নিজের বাড়ি এবং হাসপাতাল ছাড়া তিনি অন্য কোথাও যেতে পারবেন না। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে। বাড়ির বাইরে সিআরপিএফ (CRPF) মোতায়েন থাকবে। অভিযুক্তের মোবাইল নম্বর CBI- র কাছে জমা দিতে হবে এবং তদন্তকারী সংস্থার তলবে তৎক্ষণাৎ হাজিরা দেওয়া বাধ্যতামূলক।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































