জল্পনাই সত্যি! দেশের নতুন মুখ্য নির্বাচনী হচ্ছেন আধিকারিক জ্ঞানেশ কুমার

0
3

সব জল্পনাকে সত্যি করেই নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসলেন জ্ঞানেশ কুমার। মঙ্গলবার এই পদে নিযুক্ত রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে জ্ঞানেশ কুমারের নাম নির্বাচন করল নির্বাচন আধিকারিক বাছাই কমিটি।

এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত, জ্ঞানেশ কুমার ১৯৮৮ সালের ব্যাচের কেরল ক্যাডার হিসেবে আইএএস অফিসার হন। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কাজ করেছেন। ২০২৪ সালের ৩১ জানুয়ারি তিনি অবসর নেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন।

আরও পড়ুন- যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে বিভ্রান্ত করছে বিজেপি, তোপ অরূপের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_