চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঠেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরাহ। আর এতেই নাকি বাড়তি সুবিধা বাংলাদেশের। এমনটাই মনে করছেন প্রাক্তন ওপেনার ইমরুল কায়েস। আগামিকাল থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে টিম ইন্ডিয়া। ওই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু বাংলাদেশের। আর সেই ম্যাচের আগে এমনটা বললেন ইমরুল। ইমরুলের মতে, বুমরাহর না থাকা বাংলাদেশের পক্ষে সহায়ক হবে।
এই নিয়ে ইমরুল বলেন, “ভারত ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে বুমরাহ দলে নেই। আমরা সবাই জানি শেষ দু’বছরে ভারতীয় ক্রিকেটের জন্য ও ঠিক কী কী করেছে। ওর না থাকাটা বাংলাদেশের জয়ের সুযোগ বাড়াবে।“ তবে যশপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে এসছেন তিনি। তবে যে বাংলাদেশের ভয়ের কারণ তা জানাতে ভুললেন না ইমরুল। বাংলাদেশের প্রাক্তন ওপেনার বলেন, ‘শামির ফিরে আসাটা বড় বিষয়। এখন হয়তো ওর ফিটনেস নিয়ে কিছু ইস্যু রয়েছে। তবে ও একবার ছন্দ খুঁজে পেলে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে।“
আগামিকাল থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে টিম ইন্ডিয়া। ওই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু বাংলাদেশের। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।
আরও পড়ুন- অবশেষে নিজের প্রেমকাহিনি শোনালেন নীরজ, জানালেন কীভাবে আলাপ স্ত্রী হিমানির সঙ্গে
–
–
–
–
–
–
–