বেকারত্ব-মূল্যবৃদ্ধি, মোদি সরকারের ব্যর্থতায় হতাশ নাগরিকরা: প্রকাশ সমীক্ষায়

0
3

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে হতাশ নাগরিকদরা। ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার পরিচালিত ফেব্রুয়ারি ২০২৫-এর মুড অফ দ্য নেশন সার্ভে-তে এই চিত্র উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী, তিন-চতুর্থাংশের বেশি অংশগ্রহণকারী মনে করেন যে দেশে বেকারত্ব পরিস্থিতি হয় খুব গুরুতর (৫৫%) অথবা কিছুটা গুরুতর (২১%)। মাত্র ৫% বলেছেন যে এটি মোটেও গুরুতর নয়। অঞ্চলভিত্তিক হিসাবে, উত্তর-পূর্ব ভারতে ৬৪% এবং পূর্ব ভারতে ৬০% মানুষ বেকারত্বকে খুব গুরুতর সমস্যা হিসেবে দেখছেন, যেখানে দক্ষিণ ভারতে এই হার ৪৮%। গত ১১ বছরে মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কী?—এই প্রশ্নের উত্তরে ২১% মানুষ বলেছেন বেকারত্ব ও মূল্যস্ফীতি। অন্য একটি প্রশ্নে, ভারতের সর্ববৃহৎ সমস্যা কী জানতে চাইলে ২৪% বলেছেন বেকারত্ব, এবং ১৭% বলেছেন মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি।দেশের অর্থনীতি আগামী ছয় মাসে খারাপ হবে বা একই থাকবে—এমনটাই মনে করেন ৫৭% উত্তরদাতা। কেবল ৩৪% আশা প্রকাশ করেছেন যে অর্থনীতি উন্নত হবে।গত বছরের তুলনায় ৬৪% মানুষ মনে করেন দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, এবং ২৭% বলেছেন যে খরচ বেড়েছে কিন্তু এখনো সামলানো সম্ভব। নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে ৭০% মনে করেন বর্তমান ব্যয় ম্যানেজ করা কঠিন হয়ে পড়েছে।সার্ভেতে অংশ নেওয়া ৮২% মানুষ মনে করেন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম (সর্বজনীন মৌলিক আয়) প্রকল্প চালু করা উচিত, যেখানে মাত্র ১৪% এই ধারণার বিপক্ষে।মোদি সরকারের অর্থনৈতিক নীতিগুলি বড় ব্যবসায়ীদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন ৫১% উত্তরদাতা। কেবল ৯% বলেছেন যে বেতনভোগীরা উপকৃত হয়েছেন, আর ৬% মনে করেন দৈনিক মজুরির শ্রমিকরা লাভবান হয়েছেন।পরিবারের আয় বা বেতন আগামী ছয় মাসে খারাপ হবে বা একই থাকবে বলে মনে করেন ৬৫% অংশগ্রহণকারী, যেখানে মাত্র ২৭% আশাবাদী যে এটি উন্নত হবে।

আগের মুড অফ দ্য নেশন সার্ভেগুলির ধারাবাহিকতায়, ৪৫% উত্তরদাতা মনে করেন যে মোদি সরকার কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো (ইডি , সিবিআই, আয়কর বিভাগ) অন্য যে কোনো সরকারের তুলনায় বেশি অপব্যবহার করছে। অন্যদিকে, ৪২% এই অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।এছাড়া, যখন প্রশ্ন করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগের পরও মোদি সরকার কি বিতর্কিত আদানি গ্রুপকে সমর্থন দিচ্ছে?, তখন ৪৯% উত্তরদাতা একমত হন, যেখানে মাত্র ৩৩% এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন- ক্ষমতায় এসেই ৯৫০০ কর্মী ছাঁটাই, মাস্কের বিরুদ্ধে মামলা