ঘোরোয়া ক্রিকেটে রান করেও খুলছে না জাতীয় দলের দরজা, মুখ খুললেন রাহানে

0
3

দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য তিনি। প্রায় দুবছর আগে দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন তিনি। তারপর আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেখা যায়নি তাঁকে। অথচ ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে দাপট দেখাছহেন তিনি। তবুও খুলছে ভারতীয় দলের দরজা। যার কথা বলা হচ্ছে। তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন অজিঙ্কে রাহানে। ভারতীয় দল থেকে বাদ পড়লেও, ঘোরোয়া ক্রিকেটে নিয়মিত রান পাচ্ছেন তিনি। তুবও খুলছে টিম ইন্ডিয়ার দরজা। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাহানে নিজেই। বললেন, আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এবার রঞ্জিট্রফিতে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহানের রান ৪৩৭।

এক সাক্ষাৎকারে রাহানে,” আমি চিরকালই লাজুক। কখনই ভাবিনি নিজের হয়ে কথা বলতে হবে। শুধু মন দিয়ে ক্রিকেট খেলেছি। আমার হয়ে প্রচার করার কেউ নেই। আমার হয়ে কথা বলবে ক্রিকেট। এখন মনে হচ্ছে, সেটুকু অন্তত জানানো দরকার। নাহলে সবাই ভাববে, আমি হয়তো জাতীয় দলের লড়াইয়ে নেই।“ এখানেই না থেমে জিঙ্কস আরও বলেন, “ আমার মধ্যে এখনও আগুন বেঁচে আছে। এখন মুম্বইয়ের হয়ে রঞ্জিতে সবটা দিতে রাজি। আমার লক্ষ্য পরিষ্কার, কামব্যাক করতে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রান করেও বাদ পড়তে হয়েছিল। কিন্তু আমার হাতে একটা জিনিসই আছে। সেটা হল, ভালো পারফর্ম করা। আমি ভালো খেলেও বাদ পড়েছি। ঘরে বসে ভারতের ব্যর্থতা দেখা কঠিন ছিল। কিন্তু এখনও মনে করি, দেশের হয়ে ভালো খেলতে পারব।“

আরও পড়ুন- জানিয়ে দেওয়া হল দিনক্ষণ, ২২ ফেব্রুয়ারি হবে মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক