মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও মোবাইল নিয়ে কড়াকড়ি পদক্ষেপ সংসদ কর্তৃপক্ষের। একই সঙ্গে আরও একধাপ এগিয়ে এবারে উচ্চমাধ্যমিকে ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট ধরা পড়লে সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। অর্থাৎ এই বছর আর কোনও পরীক্ষা দিতে পারবে না সেই পরীক্ষার্থী।
সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মোবাইল ফোন, ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লেই বাতিল হয়ে যাবে পরীক্ষা। সঙ্গে বাতিল হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অ্যাডমিট। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এই বাতিল হয়ে যাওয়া পরীক্ষার্থীকে আবার পরের বছর নতুন করে আবেদন করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-শিক্ষাকর্মীরা যদি মোবাইল ফোন নিয়ে আসেন, তবে তা ভেন্যু সুপারভাইজারের কাছে জমা দিতে হবে।
আরও পড়ুন- প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি! নাচার ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্নের মুখে তরুণী
_
_
_
_
_
_
_
_
_