দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল বিহার

0
2

দিল্লির পর এবার ভূমিকম্পে কাঁপল বিহার। সোমবার সিওয়ান জেলার বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় কম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। কম্পনটির উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার ভোরে রাজধানী দিল্লিতেও অনুভূত হয়েছিল ভূমিকম্প। সকাল ৫টা ৩৬ মিনিটে আচমকাই কেঁপে ওঠে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, দিল্লির ভূমিকম্পের মাত্রা ছিল ৪, তবে উৎসস্থল ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে।

একই দিনে দিল্লি ও বিহারে ভূমিকম্প হওয়ায় ভূতত্ত্ববিদদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় টেকটোনিক প্লেটের গতিবিধির কারণেই এই ধরনের কম্পন ঘটে থাকে।