মালদহের (Maldah) হবিবপুর থানার বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামে রবিবার ভোররাতে নাবালক নাতির সামনে বৃদ্ধাকে বঁটির কোপ। অস্ত্র দেখিয়ে লুটের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত আন্নাবালা মৃধাকে রক্তাক্ত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College & hospital) ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বঁটি উদ্ধার করেছে। পরিবারের দাবি, বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ (CRPF) জওয়ান হিসেবে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন। গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,মালদহের হবিপুর থানা এলাকায় কীর্তনের অনুষ্ঠান চলছিল। সেই সুযোগ নিয়ে বৃদ্ধার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মাইকের শব্দের কারণে পরিবারের চিৎকার শুনতে পারেননি প্রতিবেশীরা। নাতি জানিয়েছে, প্রথমে আন্নাবালাদেবীর ঘরে গিয়ে তাণ্ডব চালায় আততীয়ারা। বৃদ্ধা প্রতিরোধের চেষ্টা করলে দুষ্কৃতীরা ঘরে থাকা বঁটির দিয়ে ঠাকুমাকে কোপায় বলে অভিযোগ নাবালকের। তারপর নগদ টাকা ও সোনার গয়না লুট করে। পাশের ঘরেও লুটপাট চালায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–