এমন হয় ! একদল হনুমান ঢুকে ক্ষেতের ফসল নষ্ট করছিল বলে তাদের তাড়া করতে যায় সন্তোষ দাস (১৭)।জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র। শনিবার দুপুর ২টো নাগাদ বাড়ির কাছেই বাদাম ক্ষেতে। পাশের পান বরজের গা ঘেঁষে যাওয়ার সময় একটি খোলা তারে জড়িয়ে ছিটকে মাটিতে পড়ে ছেলেটি। তার গা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। স্থানীয়েরা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে সব শেষ।
সংজ্ঞাহীন অবস্থায় সন্তোষকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, নিরঞ্জন দাস নামে ওই পান বরজের মালিক চুরি ঠেকাতে অবৈধ ভাবে বরজের চারপাশে বিদ্যুৎবাহী তার লাগিয়ে রেখেছিলেন। ছাত্রমৃত্যুর ঘটনায় নিরঞ্জনের শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে।