চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে, এবার চোট রিজার্ভে থাকা এক ব্যাটারের

0
3

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি । তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন রিজার্ভে থাকা যশস্বী জসওয়াল। জানা যাচ্ছে, মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার কথা ছিল এই তরুণ ওপেনারের। গোড়ালিতে চোট পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা নেই। যদিও যশস্বীর চোট পাওয়ায় সরাসরি কোন কোন প্রভাব পরবে না টিম ইন্ডিয়া শিবিরে।

সূত্রের খবর, আপাতত যশস্বীর গন্তব্য বেঙ্গালুরুরতে। বিসিসিআইয়ের এনসিএ তে যাবেন তিনি। জানা যাচ্ছে, সোমবারই বেঙ্গালুরুতে উড়ে যাবেন যশস্বী। ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহও সেখানেই রিহ্যাব করছেন।

যশস্বী চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে নেই। তাঁকে রাখা হয়েছে রিজার্ভ সদস্য হিসাবে। ১৫ জনের ভারতীয় দলের কোনও ব্যাটার চোট পেলে তিনি দুবাই যেতেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে প্রয়োজন হলেও তাঁর পক্ষে দুবাই যাওয়া সম্ভব হবে না। বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যশস্বীর ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে রিজার্ভ হিসাবে অন্য কোনও ব্যাটারকে বেছে নিতে হবে অজিত আগারকারদের।

আরও পড়ুন –লিগ-শিল্ড থেকে দূর আর এক ধাপ, দলের জয়ে খুশি হলেও সতর্ক মোলিনা