ফের রেলের গাফিলতিতে প্রাণ সংশয় হল সাধারণের। মহাকুম্ভগামী যাত্রীদের ভিড়ে দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে। পরপর দুটি ট্রেন দেরিতে আসায় ভিড়ের চাপে পদপিষ্ট পদপিষ্ট হয়ে আহত হলেন ১৫ জন। অসুস্থ হয়ে পড়েন আরও বহু মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ।
জানা গিয়েছে, রাত ৯.৫৫ নাগাদ স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যার্টফর্মে ঘটে এই দুর্ঘটনা। দিল্লি দমকল বাহিনী সূত্রে খবর, এদিন রাত্রে নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার খবর আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ৪টি দমকল। সূত্রের খবর, প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন বাতিল হওয়ার পরে হঠাৎ ভিড় বেড়ে যায় স্টেশন চত্বরে। এরপরে হুড়োহুড়ি করার ফলে অনেকেই স্টেশনে পড়ে যান। মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। শিশু বা মহিলার উপস্থিতি তোয়াক্কা না করেই ট্রেনের জন্য ব্যস্ত হয়ে পড়ে যাত্রীরা।
ডিএফএস প্রধান অতুল গর্গ এই মর্মে জানান, তিন মহিলাকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়ার পর অবিলম্বে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং সহায়তার জন্য চারটি দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে পুলিশ এবং দিল্লি পুলিশ স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত বা মৃতের সংখ্যা সময়ের সাথে বাড়তে পারে বলেই মনে করছে পুলিশ।
আরও পড়ুন- হাত মিলিয়ে চক্রান্তের চিত্রনাট্য করছে বিজেপি-সিপিএম! জমি আন্দোলনের ভুয়ো মামলা কোর্টে
_
_
_
_
_
_
_
_






























































































































