নয়াদিল্লি স্টেশনের মর্মান্তিক ঘটনায় মোদি-অশ্বিনীকেই নিশানা রাহুলের

0
1

নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোদি সরকারের তীব্র সমালোচনায় সরব কংগ্রেস। রাহুল গান্ধী বলেন, এই ঘটনা আবারও রেল ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাকে সামনে নিয়ে এল।প্রয়াগরাজগামী বিপুল সংখ্যক ভক্তের কথা বিবেচনা করে স্টেশনে আরও ভাল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সরকারের চরম অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে প্রাণ দিতে হল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে হাজার হাজার যাত্রী একসঙ্গে ট্রেন ধরতে জড়ো হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই ঘটে বিপর্যয়। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। এর পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেবে রেল।

পদপিষ্টের ঘটনায় গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে এবং তুলনায় কম আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। আরও অন্তত ১০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কংগ্রেসের দাবি, সরকার ও প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে আর কোনও নিরীহ যাত্রীর মৃত্যু না হয়।