মহারাষ্ট্রে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ২

0
3

বাজি কারখানায় (fire cracker factory) ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ গেল ২ শ্রমিকের। ডবল ইঞ্জিন মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur) বিস্ফোরণের পরেই এলাকায় বিরাট আগুন ধরে যায়। ঘটনায় তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) প্রশাসন। ২ শ্রমিকের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

নাগপুরের কাটোল তহশিল এলাকায় এশিয়ান ফায়ারওয়ার্কস-এর বাজি কারখানা (fire cracker factory)। রবিবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে (blast) কেঁপে ওঠে গোটা এলাকা। সেই সঙ্গে কারখানা থেকে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। সেই সঙ্গে কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুই শ্রমিকের দগ্ধ মৃতদেহ। ঘটনার সময় কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু কীভাবে আচমকা বিস্ফোরণ (blast) হল তা নিয়ে মুখে কুলুপ কারখানা কর্তৃপক্ষ থেকে স্থানীয়দের। ঘটনাস্থলে যান নাগপুর (Nagpur) গ্রামীণের পুলিশ সুপার হর্ষ পোদ্দার। তাঁর দাবি, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যাবে না।