ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি, প্রথম ম্যাচ ইডেনে মুখোমুখি KKR-RCB, ফাইনালও ক্রিকেটের নন্দন কাননে

0
2

অবশেষে জল্পনার অবসান। ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি । ২০২৫ আইপিএল শুরু ২২ মার্চ। ইডেনে হবে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফাইনাল ২৫ মে। সেই ম্যাচও হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে। সবমিলিয়ে ম্যাচ হবে ৭৪টি ।

গ্রুপ পর্বের পাশাপাশি এদিন ঘোষণা করা হয়েছে নকআউটের সূচিও । ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওইদিন। পরের দিন এলিমিনেটর, পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দলের মধ্যে। এই দুটি ম্যাচ খেলা হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩ মে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে ওই ম্যাচে। ইডেন গার্ডেন্সেই ২৫ মে ফাইনাল খেলা হবে।

এদিকে পাঁচ বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ ২৩ মার্চ। প্রথম ম্যাচেই তারা খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে চেন্নাইয়ে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, নিমেষে শেষ বাড়তি টিকিট