পুণ্যার্থীদের যন্ত্রণার মধ্যে ফেলা! দিল্লি-পদপিষ্টের ঘটনায় অব্যবস্থাকে নিশানা মমতার

0
10

গোটা দেশকে প্রয়াগরাজে (Prayagraj) বিপুল আয়োজনের হাতছানি দিয়ে এখনও ডেকে চলেছে ডবল ইঞ্জিন যোগী সরকার। তাতে নিজেদের পকেট ভরলেও একের পর এক দুর্ঘটনায় মৃত্যুতে ঘর খালি হচ্ছে দেশের সাধারণ মানুষ, পুণ্যার্থীদের। শনিবার ফের এক মর্মান্তিক দুর্ঘটনা নতুন দিল্লি রেলস্টেশনে (NDLS)। অব্যবস্থার জন্যই এই ধরনের ঘটনা, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

ইতিমধ্যেই কোনও ধরনের কেন্দ্রীয় সাহায্য ছাড়া সুষ্ঠুভাবে সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) অনুষ্ঠিত করে বাংলার সরকারে দেখিয়ে দিয়েছে প্রসাশনিক উদ্যোগ কীভাবে নিলে নির্বিঘ্নে এতবড় আয়োজন করা সম্ভব হয়। কার্যত, সেই কথা মনে করিয়েই বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister) দাবি, দিল্লিতে পদপিষ্টের (stampede) ঘটনায় ১৮ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক, গভীর হৃদয়বিদারক। এই বেদনাদায়ক ঘটনা স্পষ্ট করে দিচ্ছে সতর্ক পরিকল্পনা (careful planning) ও ব্যবস্থাপনার গুরুত্ব, বিশেষ করে যেখানে নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন উঠে আসে।

সেই সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, মহা কুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে তীর্থযাত্রীদের যথাযথ সহায়তা এবং সুযোগ-সুবিধা প্রাপ্য ছিল, যন্ত্রণা নয়। এই ধরনের যাত্রায় নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।