এবার ১১৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল আমেরিকা

0
1

ফের ভারতীয় অভিবাসীদের নিয়ে পাঞ্জাবে নামল আমেরিকার সেনার বিমান। এবার ১১৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। শনিবার মধ্যরাতে অমৃতসরে নামে আমেরিকার সেনার A C-17 বিমানটি। আগে যে সময়সূচি দেওয়া হয়েছিল, তার চেয়ে প্রায় ৯০ মিনিট দেরিতে এসে পৌঁছয় ওই বিমান।

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ অমৃতসর বিমানবন্দরের মাটি ছোঁয় বিমানটি। সেই সময় অমৃতসর বিমানবন্দরে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও হাজির ছিলেন।

বিমানবন্দরে নামার পর আমেরিকা ফেরত ভারতীয়দের প্রথমে অভিবাসী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে তাদের পরিচয় যাচাই করা হয়, চলে জিজ্ঞাসাবাদ। এর পর বাড়ি যেতে অনুমতি দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল ট্রাম্প সরকার।