লিগ-শিল্ড থেকে দূর আর এক ধাপ, দলের জয়ে খুশি হলেও সতর্ক মোলিনা

0
2

লিগ-শিল্ড জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পায় সবুজ-মেরুন। আর এই জয়ে ফলে বাগানের কার্যত লিগ-শিল্ড পাকা। রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসির কাছে ম্যাচ জিতলেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান । আর দলের এই পারফরম্যান্সে খুশি সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। তবে এই উচ্ছ্বাসে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন তিনি। বরং ওড়িশা ম্যাচ নিয়ে সাবধানী তিনি। মোলিনার মতে এটাই সবচেয়ে কঠিন সময় । এবং এই সময়েই নিজেদের কাজে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে বলে মনে করছেন বাগান কোচ।

গতকাল ম্যাচের পর বাগান কোচ মোলিনা বলেন, “আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে আমি খুশি। খুবই গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট। আমরা শিল্ড জয়ের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি। তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আরও এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা এই জয় উদযাপন করব। তবে কাল থেকে আমাদের মনযোগ থাকবে কলকাতায় ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে । আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব। কারণ, এই ম্যাচে জয়ই আমাদের লিগ-শিল্ড এনে দেবে। তবে আগের চেয়েও বেশি করে আমাদের মনযোগ বজায় রাখতে হবে এবং পরের ম্যাচ জেতার মরিয়া চেষ্টা করতে হবে।”

এদিকে কেরালার বিরুদ্ধে ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা খুশি নন মোলিনা। মোলিনা বলেন, “প্রথমার্ধের শুরুর দিকে কেরালা ব্লাস্টার্স আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল। কারণ, ওরা বলের দখল রেখেছিল, ভালভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায়ই বেশ নীচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এর ফলে ওরা কয়েকটা গোলের সুযোগ পায়। বিশেষ করে একটা হেডার থেকে তাদের ভাল সুযোগ এসেছিল, যেটা বিশাল দুর্দান্তভাবে সেভ করে। তবে আমরা শুরুতে বল-সহ ভাল খেলতে পারিনি। আমরা খুব সহজেই বল খুইয়ে ফেলছিলাম।”তবে নিজের দলের ডিফেন্স নিয়ে খুশি বাগান কোচ। মোলিনা বলেন, “ আমি মনে করি, আক্রমণাত্মক ফুটবলের দিক থেকে খুব ভাল ম্যাচ ছিল না। তবে রক্ষণে আমরা দুর্দান্ত খেলেছি এবং গোলের সামনে আমাদের সুযোগগুলোর যথাযথ ব্যবহার করেছি। প্রথম সুযোগ পেলাম, গোল করলাম, দ্বিতীয় সুযোগ পেলাম, সেটিও কাজে লাগালাম। আশা করি, পরের ম্যাচেও এভাবেই আমরা তিন পয়েন্ট ও শিল্ডজয় নিশ্চিত করব।”

আরও পড়ুন- আজ মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান, সম্মান ফেরানোর লড়াইয়ে অস্কার