Andhrapradesh: প্রেমে প্রত্যাখ্যাত যুবক, আক্রোশ মেটাতে তরুণীকে কুপিয়ে মুখে অ্যাসিড !

0
2

মোদিবন্ধু চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) নারী সুরক্ষা প্রশ্নের মুখে। ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s day) প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজের সহপাঠীর উপর নৃশংস অত্যাচার চালাল যুবক। তরুণীকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে মুখে ঢেলে দিল অ্যাসিড! নৃশংস এই ঘটনায় নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির (BJP) বন্ধু রাজ্য অন্ধ্রপ্রদেশে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আন্নামায়া জেলার পেরামপল্লীর একটি কলেজে এই নৃশংস ঘটনাটি ঘটে। তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত যুবক। তখনই তরুণী ‘না’ বলে দেন। আর তারপরই তরুণীকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত। মেয়েটি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে মদনপল্লীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত তরুণী।