শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

0
1

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের (Shanripur State Genarel Hospital) ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন হল। অসুস্থ শিশুর বমি তার বাবাকে দিয়েই পরিষ্কার করানোর ঘটনায় শোরগোল পড়ে যায়। শোকজ করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব হাসপাতাল কর্তৃপক্ষের।

৫ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shanripur State Genarel Hospital) গিয়েছিলেন বাবা। সেখানেই বমি করে ফেলে শিশুটি (Child)। অভিযোগ, সেই বমি তার বাবাকেই পরিষ্কার করতে বলেন ডাঃ তন্ময় সরকার। সেই ঘটনা রেকর্ড করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্য দফতরেও।

ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা জানান, “আমি যখন জরুরি বিভাগে ডাক্তার দেখাতে যাই তখন আমার মেয়ে ওখানে বমি করে ফেলে। ওখানে থাকা ডাক্তার আমাকে সেই বমি পরিষ্কার করতে জোর করেন। বলেন সুইপার নেই। আপনাকেই এটা করতে হবে। বাধ্য হয়ে বমিটা পরিষ্কার করি। আমি মনে করি সরকারি হাসপাতালে এ ঘটনা খুবই লজ্জাজনক। আমার সম্মানহানি হয়েছে।”

ঘটনার জেরে অভিযুক্ত তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির কাছে জবাব দিতে হবে তাঁকে। নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও খবর: মিড-ডে মিলে আরও দুদিন ডিম, ফল: বাংলাতেই প্রকল্পের টাকার সঠিক ব্যবহার

যদিও অভিযুক্ত চিকিৎসকের সাফাই, “রাতে কোনও সুইপার ছিল না। তাহলে তো আমাকেই করতে হতো। ওনার বাচ্চা, ওনার যদি বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো শেষ পর্যন্ত আমাকেই পরিষ্কার করতে হত। অনেক রোগী আসছিল, বমির উপরেই চলছিল হাঁটাচলা। এখন এটা নিয়ে এ কথা হলে কিছু বলার থাকে না।”