লকআপে ঢোকানোর আগে উধাও! শিলিগুড়ি আদালতে লুকোচুরি আসামি-পুলিশের

0
3

চোর-পুলিশের লুকোচুরি! পুলিশ লকআপে ঢোকানোর আগে পুলিশের হাত থেকে পালিয়ে গেল আসামি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালতে।

জানা গিয়েছে, মদ খেয়ে মত্ত অবস্থায় অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে বিকাশ কার্কী সহ আরও কয়েকজন ব্যক্তিকে। শনিবার তাঁকে আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু কোর্ট লকআপে সাত আসামিকে শনাক্ত করা গেলেও বিকাশের খোঁজ মেলেনি। তখনই টনক নড়ে পুলিশের। আদালত চত্বরে বিকাশের খোঁজ শুরু করে পুলিশ। আদালতের সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি: হাসপাতালে হাসিবুলকে দেখে লিখলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_