বিরাট আর্থিক প্রতারণার শিকার হলেন বিশ্বের দ্রুততম মানব উইসেন বোল্ট। জানা যাচ্ছে, বিশ্বের দ্রুততম মানবের প্রায় খোয়া গিয়েছে এক কোটি ২০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০৪ কোটি টাকা । সূত্রের খবর, এর নেপথ্যে জামাইকার সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বোল্টের আইনজীবী লিন্টন গর্ডন। তাঁর দাবি, সংগঠিত ভাবে প্রতারণা করা হয়েছে বোল্টকে।
এই নিয়ে গর্ডন বলেন, “ সংগঠিত ভাবে গোটা বিষয়টায় উইসেন বোল্টকে অভিযুক্ত করা চলছে। তিনি যে দেশকে ভালবাসেন, সেই দেশের জন্য বিনিয়োগ করা ছাড়া আর কোনও অপরাধ করেননি। বইয়ের পাতা উল্টে চিত্রনাট্য মেনে বোল্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। সরকার নিজেদের দোষ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে।“
জানা যাচ্ছে, জামাইকার স্টক এবং সিকিউরিটিজ় লিমিটেডে (এসএসএল) গত ১৩ বছর ধরে বিনিয়োগ করেছেন উইসেন বোল্ট। ২০১২ সাল থেকে ১২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তিনি। কখনওই সেই অর্থ তোলেননি। অর্থ জমা দেওয়ার রসিদও দেওয়া হয়েছিল বোল্টকে। পরে একদিন কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, সব অর্থ উধাও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই স্টকস ও সিকিউরিটিজ লিমিটেড জামাইকার দ্বিতীয় প্রাচীন সংস্থা। অথচ আর্থিক প্রতারণায় বোল্টের ক্ষয়ক্ষতির দায় নিতে অস্বীকার করে জামাইকা সরকার। উলটে বলা হয়েছে, এর জন্য দায়ী খোদ বোল্টই।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা দিল টিম ইন্ডিয়া
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































