শনিবার সকালে ইএম বাইপাস সংলগ্ন আরুপোতা এলাকায় (Arupota Area) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আইটিসি সোনার হোটেলের কাছে আরুপোতার একটি গ্যারাজে আগুন লাগে। একের পর এক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থানের দমকলের তিনটি ইঞ্জিন (Three Fire Engines) লাগাতার হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ করছে। দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন এলাকাবাসীরাও। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন অনেকটাই নেভাতে সক্ষম হয়েছেন বলে খবর। পুরোপুরি ফায়ার অ্যারেস্ট না হলেও আপাতত কালো ধোঁয়ার তীব্রতা কমেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–