বর্ডার-গাভাস্কর ট্রফির পর, ভারতীয় ক্রিকেট টিমের জন্য একাধিক কড়া নিয়ম এনেছে বিসিসিআই। যার মধ্যে অন্যতম হল একজন ক্রিকেটার ১৫০ কেজি জিনিস নিয়ে যেতে পারবেন তাঁর সঙ্গে। তার বেশি ওজন হলে, বাড়তি ওজনের জন্য টাকা দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।
জানা যাচ্ছে, গত বছর অস্ট্রেলিয়া সফরে একজন ক্রিকেটার নাকি ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু নিজের ব্যাগ নয়, পরিবার এবং ব্যক্তিগত সহকারীর ব্যাগও নিজের নামে নিয়ে গিয়েছিলেন। আর তারমধ্যে ছিল ১৭টি ব্যাট। সব মিলিয়ে ওজন হয়েছিল ২৫০ কেজির বেশি। আর সূত্রের খবর, যার পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে। শুধু তাই নয়, ওই ক্রিকেটার ও তাঁর পরিবারের যাতায়াতের পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে। এমনকী অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বাদ যায়নি। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারের পর থেকেই ভারতীয় দলে ১০টি নিয়ম চালু করার কথা শোনা গিয়েছিল। বোর্ড যদিও সরকারি ভাবে সেই কথা জানায়নি। জানা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু হবে এই নিয়মবিধি।
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে বিপাকে গম্ভীর
–
–
–
–
–
–
–
–





























































































































