পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের (Mangalkot) কোগ্রামে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তৃণমূল কর্মীর (৪৬)।গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অঞ্চল সভাপতি। বুধবার সন্ধ্যার এই ঘটনায় মৃত তৃণমূল কর্মী লালু শেখের (Lalu Sheikh) পরিবারের তরফে খুনের অভিযোগ তুলে তদন্তের দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার কাটোয়া মহকুমা আদালতে একটি মামলার সাক্ষী দিয়ে ফেরার সময় নতুনহাট-গুসকরা রোডে আটঘড়ার কাছে পথ দুর্ঘটনা ঘটে (Bike Accident)। লালু শেখের সঙ্গে বাইকে ছিলেন লাখুরিয়ার অঞ্চল সভাপতি মফিজুল শেখ। মঙ্গলকোটের কোগ্রামের কাছে একটি চারচাকা গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন দু’জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে গিয়েও লালুকে বাঁচানো যায়নি। মফিজুল শেখকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতিতে পরবর্তীতে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।
–
–
–
–
–
–
–
–
–
–