রাজ্য বাজেট ২০২৫: জঙ্গলমহলের আয়বৃদ্ধিতে একাধিক পরিকল্পনার ঘোষণা

0
1

জঙ্গলমহলের আয়বৃদ্ধিতে এবারের রাজ্য বাজেটে হল একাধিক ঘোষণা। ইতিমধ্যেই বহু প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও নতুন কয়েকটি প্রকল্পও নেওয়া হয়েছে। মেদিনীপুরের শালবনীতে বছরে ৩ লক্ষ লেয়ার মুরগি থেকে ৯৪৫ লক্ষ ডিম এবং পুরুলিয়ার গোবিন্দপুরে বছরে ৭৫৬ লক্ষ ডিম উৎপাদনকারী ২.৪ লক্ষ লেয়ার মুরগির ব্যাবসায়িক পোল্ট্রি লেয়ার ফার্ম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪-২৫-এ ৬০.৮০ কোটি টাকা ব্যয়ে ৩৯টি (আরআইডিএফ-এক্সএক্সআইএক্স) প্রকল্প তৈরির কাজ শুরু হয়েছে এবং সেগুলি চালু হওয়ার বিভিন্ন স্তরে রয়েছে।

এছাড়াও পশ্চিমাঞ্চলে ৭টি জেলায় অনগ্রসর তফশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত ঘাটতি রয়েছে তা পূরণের জন্য পরিকাঠামো উন্নয়ন, জীবন-জীবিকামূলক প্রকল্প রূপায়ণের উদ্যোগ নিয়েছে। এই বিভাগ ‘জঙ্গলমহল উৎসব’-এর মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে যা আদিবাসীদের সংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। এই বিভাগ ২৩১টি প্রকল্প সম্পূর্ণ করেছে। পশ্চিম বর্ধমানের বরাবণীতে বাজার নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা দ্রব্য বিক্রি করতে পারবেন এবং স্থানীয় অর্থনীতির উন্নতি বিধান হবে। সাতটি জেলার বিভিন্ন জায়গায় ১৩০টি সৌরশক্তিচালিত রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানীয় জল সরবরাহের প্ল্যান্ট চালু হয়েছে।

আরও পড়ুন- কর্মসংস্থানে জোর! বাজেটে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_