নাতনি হওয়ায় খুশি নন ! ছেলের পুত্র সন্তান না হওয়ায় ক্ষুব্ধ দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবী (Chiranjeevi)। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে রামচরণের (Actor Ram Charan) কন্যা সন্তান হওয়ার প্রসঙ্গে নিজের ‘মনের কথা’ শেয়ার করতেই নেটপাড়ায় অভিনেতাকে কটাক্ষের বন্যা। প্রশ্ন উঠছে শিক্ষিত প্রগতিশীল যুগের অন্যতম সেলিব্রেটি আইকন এত প্রাচীনপন্থী? হাইপ্রোফাইল তারকা পরিবারেও লিঙ্গবৈষম্য বাদ গেল না? যদিও ‘মেগা প্রিন্সেস’ নাতনিকে নিয়ে কোন অভিযোগ নেই চিরঞ্জীবীর। তবে নাতি না হওয়ার আফশোস এখনও রয়েই গেছে!
বিয়ের প্রায় ১১ বছর পর বাবা হয়েছেন অভিনেতা রামচরণ। স্ত্রী – কন্যাকে নিয়ে সুখেই সংসার করছেন তিনি। কিন্তু তাঁর বাবা কি পরিবারের ক্ষুদে সদস্যাকে নিয়ে খুশি? সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী বলেন, ‘‘বাড়িতে এত মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হস্টেলে আছি। তাই রামচরণকে বলেছিলাম আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে।” অভিনেতার এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। শিক্ষিত সমাজের স্বনামধন্য অভিনেতা হয়েও লিঙ্গবৈষম্যমূলক মানসিকতা নিয়ে থাকার জন্য অনেকেই ধিক্কার জানিয়েছেন চিরঞ্জীবীকে। কেউ কেউ আবার তাঁকে ‘প্রাচীনপন্থী’ তকমাও দিয়েছেন। যদিও এসবের কোনও পাল্টা জবাব দেননি সুপারস্টার। রামচরণকেও এই নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। তাই মনে যাই থাকুক না, কেন বাস্তবে ‘মেগা প্রিন্সেস’ নাতনিকে নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন অভিনেতা চিরঞ্জীবী।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































