গ্যাস সিলিন্ডার ফেটে সোনার দোকানে দুর্ঘটনা (Gas Cylinder blast in Gold Shop)। বুধবার রাতে কর্মরত অবস্থায় বারাসত শহরের হরিতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সোনার দোকানের তিন কর্মী। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান, বিস্ফোরণে কেঁপে উঠে এলাকা। এদিক ওদিক ছড়িয়ে পড়ে জিনিসপত্র। গোবিন্দ ব্যারাকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সাধারণ মানুষ থমকে যান। এরপর দ্রুত দোকানে কর্মরত যখন অরিন্দম দাস, লিটন বারুলি ও এক কিশোরকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সোনার দোকানে আগুন (Gold Shop Blast) লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারাসত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান রয়েছে। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও সেখানে কাজ চলছিল। আচমকা একটি দোকানে এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী এবং স্থানীয় মানুষদের মধ্যে। অসাবধানতার জেরে এই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–