হাওড়ার বালি থানার (Bally Police Station) অন্তর্গত জিটি রোডে দেওয়ানগাজি এলাকায় হলুদ ট্যাক্সি এবং দুটি বাইককে পিষে দিল রেডি মিক্সিং ডাম্পার (Bally Accident)। ঘটনাস্থলেই ট্যাক্সি চালক-সহ দুই জনের মৃত্যু হয়েছে। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার জেরে বুধবার মধ্যরাত থেকে দীর্ঘক্ষণ জিটি রোডে (GT road) তীব্র যানজট তৈরি হয়। ডাম্পারের ধাক্কায় দুটি বাইকের তিনজন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে (Howrah State General Hospital) ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে (Howrah Police) জানা যায়, মিক্সিং ডাম্পারের ধাক্কায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে যান পুলিশ ও দমকল আধিকারিকরা। সিইএসসির কর্মীরা পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর মৃত ও আহতদের উদ্ধার করা সম্ভব হয়। তিন বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।
–
–
–
–
–
–
–
–
–
–