মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বুধবার পেশ করা রাজ্য বাজেটেও তা স্পষ্ট। এবছরের রাজ্য বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগের জন্য বাজেটে ২১১.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিজিবিএসের সৌজন্যে চলতি বছর রাজ্যে আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে। বাংলার ছেলেমেয়েরা যাতে রাজ্যেই কাজ পায়, তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি, শহরের অর্থনীতিও পুষ্ট হবে। আমরা মেলবন্ধন করতে চাই।
বুধবার বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজারহাটে সিলিকন ভ্যালির আদলে যে আইটি হাব গড়ে উঠছে, সেখানে প্রাথমিকভাবে স্থির হয়েছিল ১০০ একর জমি লাগবে। কিন্তু এখন তা ২০০ একরে পৌঁছেছে। সেখানে ৭৫ হাজার কর্মসংস্থান হবে। পাশাপাশি, যে পরিমাণ বিনিয়োগ রাজ্যে আসছে, তাতে অচিরেই আরও আড়াই লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, কর্মসংস্থানে জোয়ার আনতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র বিভাগের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে ১২২৮.৭৮ কোটি টাকা। উদ্যম পোর্টালের মাধ্যমে ৪.২৪ লক্ষ এমএসএমই নিজেদের নাম নথিভুক্ত করেছেন, যা বিগত বছরগুলির তুলনায় ১৯.৩২ শতাংশ বেশি।
আরও পড়ুন- বাংলা সহ গুজরাটকেও বঞ্চনা! নির্মলার দাবির পাল্টা তোপ মমতার
_
_
_
_
_
_
_
_
_