State Budget: গঙ্গাসাগর সেতু থেকে গ্রামীণ পথ: যোগাযোগে বরাদ্দ বাড়ল রাজ্য বাজেটে

0
3

বাংলার মুখ্যমন্ত্রী পদে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলকে রাস্তা তৈরির মধ্যে দিয়ে জোড়ার কাজ শুরু করেছিলেন, তার সুফল পেয়েছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দা থেকে প্রশাসন। সেই উদ্দেশেই পথশ্রী (Pathasree) প্রকল্প এনে গ্রামীণ বাংলাকে জোড়ার কাজ প্রতিবছর করে রাজ্য সরকার। যার ফলে একদিকে সাধারণ মানুষের যোগাযোগ বেড়েছে, অন্যদিকে পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি পর্যটনের ক্ষেত্রে আরও এগিয়ে গিয়েছে রাজ্য। রাজ্য বাজেট ২০২৫-এর (State Budget 2025) ঘোষণাতেও তার ব্যতিক্রম হল না। একদিকে নতুন করে বরাদ্দ হল গ্রামীণ রাস্তা তৈরির পথশ্রী প্রকল্পে। অন্যদিকে প্রতিশ্রুতি মতো বরাদ্দ হল গঙ্গাসাগর সেতু (Gangasagar bridge) তৈরির জন্য।

বাজেট ঘোষণা করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন গঙ্গাসাগরকে জুড়তে সেতু তৈরিতে বরাদ্দ (allocation) করা হল ৫০০ কোটি টাকা। যেখানে প্রয়াগরাজে কুম্ভমেলার জন্য কেন্দ্র সরকার ঢেলে বরাদ্দ করে থাকে, সেখানে নদীবেষ্টিত গঙ্গাসাগরের জন্য কোন বরাদ্দের কথা ভাবেনি কেন্দ্রের সরকার। রাজ্যের বিজেপি নেতারা বাংলাকে কেন্দ্রের কাছে ভিক্ষা চাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছেন কেন্দ্রের কাছে ভিক্ষা নয়, বাংলাই গঙ্গাসাগরকে (Gangasagar) জোড়ার কাজ করবে।

সেই মতো রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর (Gangasagar bridge) জন্য প্রথম ধাপের টাকা ঘোষণা হয়ে গেল বুধবারই। প্রথম ধাপের ৫০০ কোটি টাকা ঘোষণা করা হল। গোটা সেতু তিন ধাপে তৈরি হবে। সেক্ষেত্রে ডিপিআর তৈরি করে দেড় হাজার কোটি খরচ করে তৈরি হবে এই সেতু, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই ঘোষণা অনুযায়ী বরাদ্দ শুরু। চলতি বছরই শুরু হয়ে যাবে গঙ্গাসাগরকে জোড়ার কাজ।

তবে শুধু গঙ্গাসাগরই নয়, ফের জুড়বে বাংলার প্রত্যন্ত এলাকাও। পথশ্রী (Pathasree) প্রকল্পেও বরাদ্দ ঘোষণা হল রাজ্য বাজেটে। নতুন করে তৈরি হবে ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তা। তার জন্য বাজেটে দেড় হাজার কোটি বরাদ্দ করা হল। রাজ্য বাজেটে গ্রামীণ এলাকার উন্নয়নে বরাদ্দের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য। প্রত্যাশা পূরণ করে ফের গ্রামীণ রাস্তা তৈরিতে বরাদ্দ গ্রামবাংলার মানুষের জন্য আশীর্বাদ।