সৌদির আল নাসরের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন রোনাল্ডো!

0
3

ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর সিদ্ধান্ত এখনও মানতে পারেন না রোনাল্ডো ভক্তরা। তবে, তিনি সময়টা উপভোগ করতে চাইছেন। শুধু সৌদি নয়, গোটা মধ্যপ্রাচ্যের ফুটবলের হালচাল বদলে গিয়েছে  ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছোঁয়ায়। মিডল ইস্টে খেলার পরিবেশ আর প্রতিযোগিতার মানোন্নয়নে যেন সংকল্পবদ্ধ তিনি। আর সেই চ্যালেঞ্জটা আরও কিছুদিন নিতে চান পর্তুগিজ তারকা। জানা গিয়েছে, ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাব মাতিয়ে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। ৪০ বছর বয়সেও নেই কোনও ক্লান্তি, মাঠের সেই একাগ্রতা এখনও স্পষ্ট। ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবে যোগ দেওয়া সিআরসেভেন ৯০ ম্যাচে তাদের হয়ে করেছেন ৮২ গোল।

পেশাদার ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৯২৪ গোল করা ফুটবলার, হাজার গোলের মাইলস্টোনের পথে ছুটছেন নিরলসভাবে। ইউরোপে যখন কঠিন সময় পার করছিলেন, তখন যে ক্লাবটা সঙ্গ দিয়েছিল, হয়তো কৃতজ্ঞতা বোধ থেকেই আরও কিছুটা সময় তাদের ডেরায় থেকে যেতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এক হাজার গোলের রেকর্ডটা হয়তো করতে চান ওই হলুদ জার্সি গায়ে জড়িয়েই।

এ বছর জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ক্রিস্টিয়ানোর। নতুন চুক্তি প্রসঙ্গে আলোচনা কম হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জোর গুঞ্জন- চুক্তি নবিকরণ করে আরও এক বছর সেখানে থাকবেন রোনাল্ডো। নতুন চুক্তিতে রিয়াদ ভিত্তিক ক্লাবটি থেকে তিনি পেতে পারেন আড়াইশ’ মিলিয়ন ডলার।

অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে অর্থের পরিমাণ হতে পারে আরও অনেক বেশি। রোনাল্ডোকে রেখে দিতে পারলে লাভ সৌদি আরবের ফুটবলেরই। দেশটির ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার নেপথ্যে পর্তুগিজ তারকার উপস্থিতি যে বড় ভূমিকা রেখেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার পথ ধরেই তো অন্যান্য তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছিলেন সৌদি প্রো লিগে। করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজের মতো ইউরোপ মাতানো ফুটবলার।

তবে, রোনাল্ডোর পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল নেইমারের সৌদি আরবে পাড়ি জমানো। যদিও চোটের কারণে সেখানে ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। সম্প্রতি স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। আর এর পর থেকেই রোনাল্ডোকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।